চমেক বার্ন ইউনিটের জন্য পাহাড় কাটতে ছাড়পত্র নেয়া হয়নি
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে পাহাড় কাটা বন্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবেশ ছাড়পত্র ছাড়াই এস্কেভেটর লাগিয়ে পাহাড়টি কাটছিল হাসপাতাল কর্তৃপক্ষ। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশ উপদেষ্টার ফোনে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গতকাল অংশীজনসভাও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল বুধবার চমেক হাসপাতালের পরিচালকের সভাকক্ষে আয়োজিত ওই সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও প্রকল্পের চীনা প্রতিনিধি দলের প্রধান মে ইইউ চ্যং পাহাড় কাটার ওপর বিস্তারিত তুলে ধরেন।
সভায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, পত্রপত্রিকায় নিউজ হওয়ার পর রিজওয়ানা ম্যাডাম স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামকে কল দিয়ে বিষয়টি জানান। এরপর স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাকে কল দিয়ে পাহাড়ে যে কাজটি চলছে সেটা বন্ধ রাখতে বলেন। পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই পরে কাজ শুরু করার জন্য বলেন আমাকে।
চমেক হাসপাতাল পরিচালক আরো বলেন, আমরা আপাতত এটার কাজ বন্ধ রেখেছি। এপ্রুভ হলেই আমরা কাজ শুরু করব। অনুমতি না নেয়া আমাদের ভুল হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে।
প্রকল্পের চীনা প্রতিনিধিদলের প্রধান মে ইইউ চ্যং বলেন, পাহাড়টা দেখার পর মনে হয়েছে- পাশে ভবন হলে জায়গাটি নিরাপদ হবে না। কারণ ভবনে বেইজ করার সময় পাহাড় ধসে পড়ার সম্ভাবনা থাকে।
এ দিকে পাহাড় কাটা পরিদর্শন করে পরিবেশ অধিদফতর আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে শুনানিতে হাজির হয়ে বক্তব্য দিতে বলেছে বলেও সূত্র জানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা