চট্টগ্রামে সাবেক ওসিকে হেনস্তার দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৫
চট্টগ্রামে সাবেক ওসি নেজাম উদ্দিনকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের চকবাজার শাখার সদস্যসচিব শহীদুল ইসলামকে বহিষ্কার করেছে দলটি। গতকাল সকালে নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্করের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানা গেছে, গত সোমবার সাবেক ওসি নেজাম উদ্দিন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোষের মুখে পড়েন। বেলা আড়াইটার দিকে নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। তাকে ঘেরাও করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে ঘটনার পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বেশিরভাগই ওসি নেজামের নানা রোমহর্ষক নির্যাতনের কথা তুলে ধরে ফেসবুকে লেখালেখি করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে কুমিল্লায় অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার পরিবার চট্টগ্রাম শহরে থাকে। তিনি ছুটিতে বাসায় এসে সোমবার পাঁচলাইশ এলাকায় একটি বেসরকারি বিদ্যালয় থেকে সন্তানকে আনতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলাও রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা