৯০ বাংলাদেশী জেলে ফিরলেন স্বজনদের কাছে
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৫
ভারতের কারাগার থেকে মুক্ত ৯০ বাংলাদেশী নাবিক ও জেলে স্বজনদের কাছে ফিরলেন। গতকাল তারা ভারত থেকে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছালে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ দিন একই সাথে ফেরত এসেছে বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দু’টি ফিশিং ভ্যাসেলও।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো: সিয়াম-উল-হক জানিয়েছেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমারেখা সংলগ্ন বাংলাদেশ পানিসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ড দু’টি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনীর চারটি (এফবি জয় জগন্নাথ-২, এফ বি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ), মোট ছয়টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে। অপর দিকে গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশী ফিশিং বোট এফবি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এ ছাড়া গত ৯ ডিসেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় পানিসীমায় মৎস্য আহরণের অভিযোগে দু’টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফবি লায়লা-০২ ও এফবি মেঘনা-৫) ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্টগার্ড। তিনি জানান, পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দিবিনিময় সিদ্ধান্ত নেয়া হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর বা গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা