‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৫
‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’সহ নানা স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস মুখরিত করে তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। চবিতে পোষ্য কোটা বাতিল এবং জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচার না করলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ শিক্ষার্থীরা মানববন্ধনে এ ঘোষণা দেন।
এ সময় শিক্ষার্থীদেরকে ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’ ছাড়াও ‘তারুয়ার ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাঁই নাই, ফরহাদের ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাঁই নাই, বাতিল চাই বাতিল চাই, পোষ্য কোটার বাতিল চাই, বিচার চাই বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো পোষ্য কোটা থাকতে পারে না। পোষ্য কোটা থাকার জন্য ছাত্র-জনতা প্রাণ দেয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা