০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

প্রকৌশলী গিয়াস উদ্দিন স্মরণে দোয়া মাহফিল

-

রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো: মরহুম গিয়াস উদ্দিন স্মরণে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এফডিইবি ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তর ফোরামের সেক্রেটারি প্রকৌশলী তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন, সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল হাসেম প্রমুখ।

অতিথিরা মরহুমের জীবনের স্মৃতি বর্ণনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যান এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, মরহুম প্রকৌশলী মো: গিয়াস উদ্দিন ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবি আদায়, দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি, প্রকৌশলীদের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াত প্রদানের কাজে জীবনের সবটুকু সময় বিলিয়ে দিয়েছেন। প্রকৌশলীদের অধিকার আদায় ও দেশের জাতীয় স্বার্থে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সারা জীবন ভূমিকা রেখেছেন। তিনি তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ অবদান রেখেছেন এবং পেরেশান ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের হবিগঞ্জ জেলা এফডিইবির প্রকৌশলী সম্মেলনে সাংগঠনিক সফরে যাওয়ার প্রাক্কালে ইন্তেকাল করেন। তাই আল্লাহর কাছে শহীদি মর্যাদার জন্য দোয়া চাওয়া হয়। তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ, আল্লাহ মরহুমের যাবতীয় গুনাহ-খাতা ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement