০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সরকার পরিচালনায় প্রবাসীদের মধ্য থেকে দু’জন উপদেষ্টা নেয়ার দাবি

-

দেড় কোটি প্রবাসীদের জন্য কোনো সরকারেই প্রবাসী প্রতিনিধি রাখা হয়নি। বর্তমান সরকারেও নেই। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেড় কোটি প্রবাসীদের মধ্য থেকে অন্তত দু’জন উপদেষ্টা রাখার পাশাপাশি দেশ গঠন ও সরকার পরিচালনায় প্রবাসীদের আনুপাতিকহারে (অন্তত ১০%) সুযোগ দেয়ার দাবি জানিয়েছে একটি সংগঠন।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘প্রবাসীদের ভোটের অধিকার ও দেশ পরিচালনায় অংশগ্রহণ’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশী নামক সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন প্রবাসী বাংলাদেশীদের পক্ষে ব্যারিস্টার নাজির আহমদ। তিনি বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন। সভা-সমাবেশ করেছেন দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশতাধিক প্রবাসী জেল খেটেছেন। সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫৩ বছর পর দেশ গড়ার সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মোট জনসংখ্যার ১০ শতাংশ বাংলাদেশী, যারা প্রবাসে থাকেন। তাদের বঞ্চিত করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে প্রবাসী সাংবাদিক অলিউল্লাহ নোমানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 


আরো সংবাদ



premium cement