দাবি আদায়ে হজ এজেন্সি মালিকদের ঐক্যবদ্ধ হতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৪
হজ এজেন্সি মালিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন হাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তিনি বলেন, এজেন্সিপ্রতি এক হাজার কোটা সম্পূর্ণ অযৌক্তিক। এটি বহাল থাকলে আগামী হজে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। দেশের হাজীরা ঠিকমতো সেবা পাবেন না। এজন্য সরকারকে এখনই কোটা কমিয়ে আড়াই শ’ করার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে সৌদি সরকারের সাথে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে।
গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে হজ ২০২৫ কোটা সঙ্কট উত্তরণে করণীয় নির্ধারণ ও দাবি আদায়ের লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। সভায় প্রধান অতিথি ছিলেন, হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক। প্রধান বক্তা ছিলেন, আটাব সভাপতি আব্দুল সালাম আরেফ। আরো বক্তৃতা করেন, হাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান ভুঁইয়া হাসান, সাবেক মহাসচিব লায়ন রশীদ শাহ স¤্রাট, সাবেক সহসভাপতি এ এস এম ইব্রাহিম ও তাজুল ইসলাম, বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের সংগঠনের আহবায়ক মো: আখতার উজ্জামান ও সদস্যসচিব মোহাম্মদ আলি, রুহুল আমির মিন্টু, আকবর হোসেন মঞ্জু, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল ইমন, নুরুল আলম শাহীন, মাওলানা মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ ভুঁইয়া মানিক, নাজিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, রুট টু মক্কা বাতিল করতে হবে। তাহলে সর্বনি¤œ কোটা একশতে নামিয়ে সম্ভব হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা