চট্টগ্রামে পাচারকালে হাজার বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৩
চট্টগ্রামের বহির্নোঙরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার বস্তা ইউরিয়া সার ও সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী পাচারকালে জব্দ করেছে উপকুল রক্ষী কোস্টগার্ড। সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙরে ২ নং বয়ার নিকটে অবৈধভাবে বিপুল পরিমাণ ইউরিয়া সার, সিমেন্ট, পেইন্ট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার হওয়ার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তানভীর রাত ১১টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ২নং বয়ার নিকটে সন্দেহভাজন একটি কাঠের বোটকে থামার সঙ্কেত দেয়। কিন্তু পাচারকারীরা সঙ্কেত অমান্য করে পারকির চর এলাকায় বোটসহ সব মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ বোটটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা