মীরহাজিরবাগ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০২
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে মীরহাজিরবাগের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া ওই ব্যক্তির লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানার পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশের বাম পা, বাম হাতের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে। নিহতের পরনে ছিল কালো শার্ট, কালো কোট ও কালার চেকপ্যান্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা