০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ চট্টগ্রামের তানভীরের চিকিৎসার খোঁজ নিলো ড্যাব

-

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গত বছরের ৫ আগস্ট দুপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত তানভীরুল ইসলামের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন চট্টগ্রামের ড্যাব নেতারা। ড্যাব নেতা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক এস এম রিয়াসাদ সাহাবুদ্দিন এবং ড্যাব চমেক শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা: মেহেদী হাসানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন খান, ফোরাম সদস্য ছাত্রনেতা মনির হোসেন আবির, ছাত্রনেতা রবিউল হোসেন সুমন, উজ্জ্বল চক্রবর্ত্তী প্রমুখ।

উল্লেখ্য, পুলিশের গুলি তানভীরের বুক দিয়ে ঢুকে কিডনি স্পর্শ করে মেরুদণ্ডের নিচের হাড় ভেঙে বেরিয়ে যায়। প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় দীর্ঘসময় চিকিৎসার পর এখনো পরিপূর্ণ সুস্থ নয় সে। তানভীরুল ইসলামের সাথে আসা উপস্থিত সহযোদ্ধা ও সহপাঠীদের উদ্দেশে ড্যাব-নারী ও শিশু অধিকার ফোরাম নেতারা বলেন, আমরা প্রতিটি নাগরিক ঐক্যবদ্ধ দেশের সাধারণ মানুষের যে আশা ও প্রত্যাশা তা পূরণ করতে আগামীর বৈষম্যহীন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সক্ষম হবো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমাদের বৈষম্যহীন সম্ভাবনাময় দেশ ও সমাজ গঠনে তারেক রহমান ইতোমধ্যে যুক্তি উপস্থাপন করেছেন, তারপরও বাইরেও অনেক কাজ করতে হবে।

 

 


আরো সংবাদ



premium cement