চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০২
চট্টগ্রামের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো: সেন্টু মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাসেল্লা তারা মিয়া বাড়ির মৃত বেনু মিয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো: সেন্টু মিয়াকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় কারাদণ্ড একসাথে চলবে। আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা