পাসপোর্ট অধিদফতরে স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ জানুয়ারি ২০২৫, ০২:০০
বাংলাদেশে অবৈধভাবে থাকা বিদেশিরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিসা না থাকা অবস্থায় ধরা পড়লে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীর পাসপোর্ট অধিদফতর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘দেশে অনেক বিদেশি আছেন, যাদের কোনো ভিসা নেই। তাদের অনেকেই চাকরিও করছেন। ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ ‘জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) করে ফেলব।’
তিনি বলেন, পাসপোর্ট অধিদপ্তর একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সেবার মান যেন আরও বাড়ে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’ পাসপোর্ট অধিদফতরে আগে যে পরিমাণ দুর্নীতি হতো, এই ডিজি (মহাপরিচালক) আসার পর অনেকটা কমেছে। এটি আরো কমিয়ে আনতে হবে। এখনো পাসপোর্ট পেতে লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এটা কীভাবে আরো কমিয়ে আনা যায়, তা নিয়ে এখানে আলাপ হয়েছে।’
অনেক রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন, অপকর্ম করছেন- এমন অভিযোগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একসময় চিন্তা করছিলাম, পুলিশ ভেরিফিকেশন (যাচাই–বাছাই) উঠিয়ে দেব। শুধু এনআইডি কার্ডের ওপর (পাসপোর্ট) দেব। পুলিশ ভেরিফিকেশনের কারণে জনগণের কিছুটা হয়রানি হয়, (পাসপোর্ট) পেতে দেরি হয়, এই হয়, সেই হয়। পুলিশের সংখ্যাও অনেক সময় কম থাকে। কিন্তু রোহিঙ্গা যে সমস্যাটার কথা বললেন, সে জন্য এই জিনিসটা (পুলিশ ভেরিফিকেশন) ওঠানো যাচ্ছে না। পুলিশ ভেরিফিকেশন থাকছে নাকি থাকছে না, এখনই বলতে পারব না। যদি দেখা যায় যে শুধু আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে হয়তো পুলিশ ভেরিফিকেশন তুলে দেব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা