০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

তামিম-মুশফিকে জিতল বরিশাল

-

বিপিএল আসরের প্রথম ম্যাচেই দেখা হয়েছিল দুই দলের। সিলেট পর্বেও প্রথমদিন মুখোমুখি হয়েছিল দুই দল। ফরচুন বরিশালের কাছে ওই ম্যাচে চার উইকেটে হেরেছিল দুর্বার রাজশাহী। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৭ রান তুলেছিল রাজশাহীর ব্যাটাররা। সিলেট পর্বের প্রথমদিন আবারো এই দুই দল মুখোমুখি। এবার রাজশাহীর ব্যাটাররা খুব বেশি রান তুলতে পারল না। টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চার উইকেটে মাত্র ১৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। জবাবে এবার ১৫ বল বাকি থাকতেই দুর্বার রাজশাহী হারল সাত উইকেটে।
তামিম ছিলেন অপ্রতিরোধ্য। বিপিএলে এবার ধারাবাহিক ভালো করছেন দেশসেরা এই ওপেনার। ৪৮ বলে ১১ চার ও তিন ছক্কায় করলেন অপরাজিত ৮৬ রান। মুশফিকুর রহীম করেন ২৪ বলে অপরাজিত ৩৪ রান। মোহর শেখ দু’টি, জিশান একটি উইকেট নেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে চার উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। আকবর আলী ৯ বলে ১৫ ও রায়ান বার্ল ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন। জিসান আলম-মোহাম্মদ হারিসের জুটি থেকে আসে ৩০ রান। ১৬ বলে ২২ রানে হারিস আউট হলে ভাঙে জুটি। এরপর জিসানের সাথী হন এনামুল হক বিজয়। দু’জনে ৫৫ রানের জুটি গড়ে এগোতে থাকেন। জিসান ২৭ বলে ৩৮ রান করেন। অন্য প্রান্তে এনামুল ব্যাটিং করেন ধীরগতিতে। জিসান আউট হলে ইয়াসির আলী এসে ঝড়ো ব্যাটিংয়ে ২৩ বলে ৩৭ রান করেন। এনামুল ক্রিজে থাকলেও সুবিধা করতে পারেননি। ৩৫ বলে ৩৯ রান করে ১৯তম ওভারে ফেরেন সাজঘরে। এরপর আকবর-বার্ল ইনিংস শেষ করেন। বরিশালের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। একটি করে উইকেট নেন তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ।

 


আরো সংবাদ



premium cement