পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার সুমন গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৫
বিদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক পার্টনার সাইফুল ইসলাম সুমন। রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। চট্টগ্রামের অন্যতম মাফিয়া খ্যাত সুমনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
তিনি বলেন, চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন নামের এক ব্যবসায়ী রোববার মধ্যরাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।
এদিকে সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতিদমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন। এ ছাড়া সুমনের বিরুদ্ধে ছাত্রহত্যা মামলা, ছাত্রদেও মিছিলে হামলাসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা