ফুরফুরা শরিফের পীরের ওফাত দিবস আজ
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৪
ফুরফুরা শরিফের পীর মাওলানা নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুরের (রহ:) ৪৪তম ওফাত দিবস আজ মঙ্গলবার। ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে দিবসটি পালনের জন্য এপার বাংলা এবং ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জমিয়তে জাকেরিনের পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে গরম কাপড় বিতরণ করা হয়। দিবসটি পালনে ঝিনাইদহ শহরের আব্বাস উদ্দীন (রহ:) সড়কে ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরিফ, ঢাকার ট্রফিক্যাল হাইওয়ে হোমস ও খুলনা শহরে সন্ধ্যায় সওয়াব রেসানি, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি পালনে প্রতি বছরই দুই বাংলার ভক্ত আশেকানরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা