০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জনতার তোপের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম

-

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে জনতা। এ সময় একজনের মুখে শোনা যাচ্ছিল ‘তুর (তোমার) জন্য আমার ছেলের মুখ পর্যন্ত দেখতে পারিনি। শত শত নেতাকর্মীকে নির্যাতন করেছ।’ পরে পাঁচলাইশ থানাপুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপির নেতাকর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাকে জাপটে ধরে মারধর করেন। এতে তার শার্ট ছিঁড়ে যায়।
নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি থানায় ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে কাজীর দেউরিস্থ অফিসে যাওয়ার সময় ওসি নিজাম আমাকে ধরে পায়ের ওপর গাড়ি তুলে দেয়। আমার একটি পা এখনো ভাঙা। এ ছাড়া আমার ছেলে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন সে আমাকে ধরে নিয়ে যায়। ছেলের মুখ পর্যন্ত দেখতে পারিনি। অপরদিকে চট্টগ্রাম মহানগরের সদরঘাট,বাকলিয়া, কোতোয়ালি এবং পটিয়া থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

 

 


আরো সংবাদ



premium cement