মগবাজারে আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র উপহার প্রদান
- ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৩
আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা হাতিরঝিলের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রমনা আইডিয়াল স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার সভাপতি ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন- সমাজসেবক ড. আবদুল বাশির, হাবিবুর রহমান মজুমদার, সাজ্জাদ হোসেন শিহাব প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ৫৪ বছরে দেশের কোনো পরিবর্তন হয়নি। এখনো ফুটপাথে, রাস্তায় লাখো বনি আদম রাত কাটায়। তাদের মৌলিক অধিকার পূরণে কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসে না। এ অবস্থায় আলোকিত সমাজ গড়তে দেশপ্রেম, সততা ও দক্ষতায় পরিপূর্ণ এমন মানুষ প্রয়োজন যারা সুন্দর সমাজ গড়তে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা