০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সাভারে আ’লীগ সমর্থিত সাবেক পরিবহন নেতা মশা গ্রেফতার

-

সাভারের হেমায়েতপুরে চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ীকে অপহরণ করার পর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত পরিবহন নেতা মোশাররফ হোসেন মশাকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো: জালাল উদ্দীন গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে জানান- চাঁদাবাজ মোশাররফ হোসেন মশাকে শনিবার রাতে ডিএমপি এলাকা থেকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারে শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ সমর্থিত আন্তঃ জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মশা গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করে চাঁদাবাজি করে আসছিল। পটপরিবর্তনের পর তিনি বিএনপির প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে হেমায়েতপুরসহ সাভারের বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ সব ধরনের অকর্ম ছিল তার দৈনন্দিনের কাজ। তবে তার কোনো পদ-পদবি তথ্য পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় সাভারের হেমায়েতপুরের মরহুম হোসেন আলী খানের ছেলে একটি কোম্পানির পরিবেশক হিসেবে ব্যবসায়ী রমজান মিয়ার কাছে চাঁদাদাবি করেন তিনি। থার্টিফার্স্ট নাইটে দাবিকৃত চাঁদা না দিলে রাত ১০টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে রমজান মিয়াকে অপহরণ করে হেমায়েতপুরের গ্রিন সিটি সংলগ্ন অভিযুক্ত মোশাররফ হোসেনের ব্যক্তিগত অফিসের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেঁধে রাত ২টা পর্যন্ত লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে মোশাররফ তার হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে ডান পায়ের হাঁটুতে গুলি করে ভাঙা ব্রিজের পাশে ফেলে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রমজান মিয়াকে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোশাররফ হোসেনের গাড়িচালক মো: লিটন (৩০), সজল, একই এলাকার মরহুম শাহজাহান ব্যাপারীর ছেলে রাকিব হোসেনসহ (৩০) চারজনের নাম উল্লেখ করে ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়েন করেন ভুক্তভোগী রমজান মিয়া। মামলা দায়েরের পর অভিযান পরিচালনা করে নব্য বিএনপি নেতা দাবি করা মোশাররফ মশাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোশারফ হোসেন মশার ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারের চেষ্টা চলছে। মোশাররফ হোসেন মশা সাভারের হেমায়েতপুর এলাকার মরহুম শাহজাহান ব্যাপারীর ছেলে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) পরিদর্শক মো: আশিক ইকবাল নয়া দিগন্তকে জানান- গ্রেফতারকৃত মোশাররফ হোসেন মশাকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন

সকল