ফ্যাসিবাদ উৎখাত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না : এম এ হাশেম রাজু
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪২
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, ডেনমার্ক বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য গাজী মনির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট শাহাজালাল ভূঁঞা সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট- এম.এ. হাশেম রাজু। তিনি বলেন, গত ১৭ বছরে গণতন্ত্র, ভোটাধিকার, মানাবাধিকার, আইনের সুশাসন, বাকস্বাধীনতা খুনী হাসিনার ভেনেটি ব্যাগে তালা দিয়ে রেখেছিলেন। হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ উৎখাত না হলে গণতন্ত্র কখনো মুক্তি পাবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক ডা: মাহাফুজুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতারা দেশ থেকে পালিয়ে ভারতের মাটিতে আনন্দ উল্লাসে মেতে ছিলেন। ৭৪’ এর দুর্ভিক্ষ, গণতন্ত্র, আইনের সুশাসন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশ পরিচালনায় শেখ মুজিব ও হাসিনা উভয়েই চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, বিগত ১৭ বছর ধরে এ দেশে আইনের শাসন বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা