সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪১
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। রোববার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলকুচি থানার অফিসার-ইন-চার্জ (তদন্ত) মো: আব্দুল বারেক জানান, বেলা ২টায় যৌথবাহিনীর একটি দল সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ি কামারপাড়া থেকে আটক করে। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে যৌথবাহিনীর হেফাজতে রাখা হয়েছে।
আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হন। ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পরে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা