র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত পানামা ফারুক তাহসানের শ্বশুর
- বরিশাল ব্যুরো
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪১
জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। বিনোদন অঙ্গনের তারকারাসহ তাহসান-ভক্তরা দিনভর নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তবে এরই মধ্যে তাহসানপত্মী রোজা আহমেদের বাবা তথা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।
নেটিজেনরা বলছেন, রোজার বাবা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।
স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে ‘পানামা ফারুক’ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তখন বরিশালের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিলেন তিনি। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তাকে ওইভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তবে ২০১৩ সালের দিকে নিজের অবস্থান জানান দিতে গিয়ে আলোচনায় আসেন পানামা ফারুক।
তৎকালীন র্যাব সদস্যরা জানিয়েথছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেননি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।
তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারো আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। এ খবরের সত্যতাও নিশ্চিত করেছেন রোজার চাচা তথা ফারুক আহম্মেদের ভাই মনা আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা