মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১২
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪১
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অষ্টম পর্বের ব্যবহারিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্রদল কর্মীসহ দু’জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর বিশৃঙ্খলায় জড়িত ৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অপর আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফকে (২১) নাম পাওয়া গেছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এ দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত সাতজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও কলেজ সূত্র জানায়, আওয়ামী সরকারের সময় ছাত্রলীগের মাদমুদুল হাসান তারিফ ও শাহবাজ আশিকের কর্মীরা ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করেছিলেন। গতকাল রোববার দুপুরে কলেজের কয়েকটি বিভাগের অষ্টম পর্বের ব্যবহারি পরীক্ষা চলছিল। এ সময় তারিফ ও আশিকের পরে কিছু ছাত্রলীগকর্মী ক্যাম্পাসে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা ও ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর বহিরাগত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাদের পক্ষ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রদলের চার কর্মী ও ছাত্রলীগের দু’জনসহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা