০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঘন কুয়াশায় বিমান ও ফেরি চলাচল বিঘি্নত

-

ঘন কুয়াশার কারণে দেশে গত কয়েকদিন ধরে বিমান ও ফেরি চলাচল বিঘিœত হচ্ছে। গতকাল ঢাকার আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় নির্ধারিত সময়ে দু’টি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে।
এ দিকে মধ্যরাত থেকে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়া অব্যাহত থাকায় নৌ চলাচল বিঘিœত হচ্ছে। এ কারণে শনিবার দিনগত রাত ১২টা থেকে গতকাল সাড়ে ১০টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
ঢাকার দুই ফ্লাইট সিলেটে অবতরণ
সিলেট ব্যুরো জানায়, গতকাল ঘন কুয়াশার কারণে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক দু’টি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। রোববার সকালে ফ্লাইট দু’টি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। যদিও আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দুই ঘণ্টা পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা পাঁচ মিনিটে এবং ইউএস বাংলার ফ্লাইট সকাল ৭টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউএস বাংলার ফ্লাইট ৯টা ২২ মিনিটে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) দোহা এয়ারপোর্ট এবং বিমান বাংলাদেশের ফ্লাইট চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে চলে আসে সিলেটে।
নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দুই ঘণ্টার ব্যবধানে ফ্লাইট দু’টি সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

 

 


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু

সকল