প্রতীকী অনশনের ঘোষণা ঢাবি ছাত্রীদের
- ঢাবি প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত করার দাবিতে ভিসির বাসভবনের সামনে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে দাবি ডাকসু নির্বাচনেরও।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, আজ সোমবার সকাল ১০টা থেকে ভিসির বাসভবনের সামনে প্রতীকী অনশন করবেন তারা। এতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আবাসন বঞ্চিত ছাত্রীরা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর নারী শিক্ষার্থীরা শতভাগ আবাসিকীকরণের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপিতে উল্লিখিত সাতটি দাবি হলো- প্রথম বর্ষেই শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে গণরুম বিলুপ্ত করা। অমানবিক ও অস্বাস্থ্যকর গণরুমপ্রথা তুলে নিয়ে পর্যাপ্ত আবাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে নতুন ছাত্রী হল চালু না হওয়া পর্যন্ত ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন ভবনে বা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা