যমুনা রেলসেতু দিয়ে পূর্ণ গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৮
যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ যমুনা রেল সেতুতে শুরু হয়েছে পূর্ণ গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের পরীক্ষামূলক চলাচল। আজ সোমবারও চলবে এ টেস্ট রান।
রোববার সকাল ৯টা ২০ মিনিটে একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়।
বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো: মাসুদুর রহমান জানান, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কি.মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছি। রোববার পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবারও রেল সেতুতে পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুলত্রুটি শনাক্ত করা হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সব কিছু ঠিক থাকলে শিগগিরই রেল সেতুটি উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, এ রেল সেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্ট ভেঞ্চার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা