০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
ইজতেমা ময়দানে ৩ খুন

সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে

-

টঙ্গী ইজতেমা ময়দানে ট্রিপল মার্ডার মামলার ৯ নম্বর আসামি সাদপন্থী নেতা শফিউল্লাহকে (৪৬) দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
গতকাল গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিল্লাহকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।
পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯ টায় গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানায় আনা হয়।
মামলার বাদি পক্ষ তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। বেলা সাড়ে ১১টায় তাকে গাজীপুর আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্বে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।
এই ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থী) পক্ষ থেকে সাদপন্থীদের ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার ৯ নম্বর আসামি শফিউল্লাহ। এর আগে ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এই নিয়ে এই মামলায় তিনজন গ্রেফতার হলেন।

 


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে শিশুকে অপহরণ করে হত্যা, লাশ উদ্ধার সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস ৭ বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতি বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

সকল