অভিনেতা প্রবীর মিত্র আর নেই
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৭
ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র (৮৩) আর নেই। গতকাল রাত সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তিনি ১৯৪১ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার কেরানীগঞ্জের শাক্তায়। তবে ঢাকাতেই তার শৈশব জীবন কেটেছে। ঢাকার কোতোয়ালি থানার হরিপ্রসন্ন মিত্র রাস্তাটি প্রবীর মিত্রের দাদার নামানুসারে হয়েছে। তিনি বিএসসি পাস করার পরে লেখাপড়ার যবনিকা টানেন।
১৯৬৮ সাল থেকে প্রবীর মিত্রের চলচ্চিত্রে অভিনয় শুরু হয়েছিল। পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন আরেক শক্তিমান অভিনেতা তারই স্কুলজীবনের বন্ধু এ টি এম শামসুজ্জামান।
প্রবীর মিত্র তার বর্ণাঢ্য অভিনয় জীবনে নায়ক হিসেবে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে জীবন তৃৃষ্ণা, জলছবি, তিতাস একটি নদীর নাম, সেয়ানা, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, মিন্টু আমার নাম, প্রতিজ্ঞা, মানসম্মান, চেনামুখ, অপমান, চ্যালেঞ্জ, আঁখি মিলন, নয়নের আলো প্রভৃতি।
‘বড় ভালো লোক ছিল’ ছবিতে অভিনয়ের জন্য প্রবীর মিত্র ১৯৮৩ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা