রূপপুর বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৪
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি ২০ তলা ভবনের চারতলার জানালা থেকে লাফ দিয়ে মদ্যপ অবস্থায় এক রুশ নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান পশতারুক জেনল্লা (৪০) রূপপুর প্রকল্পের এসএমএস-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।
এ দিকে ঘটনার কিছু পরে গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সকালে গ্রিনসিটি এলাকা পরিদর্শন করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ওসি শহিদুল ইসলাম শহীদসহ রূপপুর ফাঁড়ির সদস্যরা।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। তার স্বামী জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটি সদস্যদের তত্ত্বাবধানে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পার্শ্ববর্তী কামরার আরেক রাশিয়ান নারী নাগরিক ইরিনা জানান, তারা স্বামী-স্ত্রী অতিরিক্ত মদ পান করে সারারাত ঝগড়াঝাটি করেছে। পরে সে জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা