‘নির্বাচিত সরকার না হওয়া পর্যন্তঐক্য ধরে রাখতে হবে’
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১২
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) চট্টগ্রাম উত্তর-দক্ষিণ মহানগর শাখার যৌথ উদ্যোগে গতকাল ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্যে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইএইচআরসির বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম রাজু। মিডিয়া অ্যান্ড ইনফরমেশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক বিপ্লব পার্থের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির শাহাজাহান চৌধুরী।
তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য সুদৃঢ়ভাবে ধরে রাখতে হবে। অন্যথায় ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হওয়া রক্তস্নাত বাংলাদেশ ক্ষমা করবে না। দেশী বিদেশীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে দিতে হবে। তিনি আরো বলেন, গত ১৭ বছর দেশে কোনো মানবাধিকার ছিল না। প্রতিটি মানুষের অধিকার পদে পদে লঙ্ঘিত হয়েছে। মানুষ কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি।
গুম, খুনের মাধমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে মুক্তি পেতে সাধারণ ছাত্র-জনতা নিজেদের জীবন দিয়েছে, আমাদেরকে নতুনভাবে দেশ গড়ার সুযোগ দিয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়কারী প্রফেসর মো: ওসমান গণি, যুগ্ম সমন্বয়ক মো: তারেক খান, মো: ইসমাইল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সমন্বয়কারী নার্গিস সুলতানা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক মাহফুজুল হক, যুগ্ম সমন্বয়ক এস এম জসীম উদ্দিন চৌধুরী মিন্টু, মহানগর সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আইএইচআরসি নবনির্বাচিত ছাত্র-যুব বিষয়ক সমন্বয়ক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ফেনি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, কক্সবাজার জেলার সমন্বয়ক সেলিম কায়সার, যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন, আইএইচআরসি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মেহেজারীন সুলতানা, অ্যাডভোকেট ওয়াসিম সাজ্জাদ, মো: ফয়সাল, মো: সৈয়দ রিমন, মো: রাজু, মো: তায়রন, মো: সোহাগ, মো: রিদুয়ান, মো: সৈয়দ রিমন, মো: জনি, মো: তানভীর, মো: জুনায়েত ফয়সাল, মো: ইমরান, অ্যাডভোকেট সৈকত আলী বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা