রোহিঙ্গা জাতীয় দিবসে শরণার্থী শিবিরে সমাবেশ
- কক্সবাজার অফিস
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১১
রোহিঙ্গা ন্যাশনাল ডে বা রোহিঙ্গা জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ার ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্যাম্পের বিভিন্ন মসজিদের মাঠে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে ‘আরাকান রোহিঙ্গা অরগানাইজেশান’ নামে একটি সংগঠন। সমাবেশে সবাই আরবিতে লেখা কালেমা সম্বলিত পতাকা হাতে অংশ নেন।
সমাবেশে রোহিঙ্গারা বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শরণার্থীজীবন খুবই কষ্টের। এই জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে নিজ দেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই।
তারা বলেন, আমরা সব সময় প্রস্তুত মিয়ানমারে ফিরতে। কিন্তু আমাদের সে ধরনের সাপোর্ট দিতে হবে। যদি কোনো দেশ আমাদের সব ধরনের সহযোগিতা দেয়, আমরা জীবন দিয়ে হলেও আরাকান আর্মির হাত থেকে উদ্ধার করে আমাদের ভিটেমাটিতে ফিরে যাব। লাখ লাখ রোহিঙ্গা যুবক এমন একটা সুযোগের অপেক্ষায়। কোনো একদিন ডাক এলে আরাকান পুনরুদ্ধার করতে প্রস্তুত।
তারা আরো বলেন, সম্প্রতি মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে আরাকান আর্মির শক্তিশালী অবস্থানের কারণে ফিরতে আরো জটিলতা তৈরি হয়েছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা করছে। এর আগে মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালিয়েছিল তার সঠিক ও ন্যায়বিচারে এখনো হয়নি। রোহিঙ্গা নাগরিক অধিকার ও নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা দ্রুত করার জন্য জাতিসঙ্ঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ৩ জানুয়ারি মিয়ানমারের জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ইউ নু রোহিঙ্গাদের স্বীকৃতির ঘোষণা দেন। ১৯৬২ সালে সাবেক জেনারেল নে ইউন ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে এ দিবস আর উদযাপন করতে দেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা