রাষ্ট্রদূত মুশফিক ফজলের ছেলে পরিচয় প্রতারণা, গ্রেফতার
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১০
মেক্সিকোয় রাষ্ট্রদূত পদে দায়িত্বরত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফাহিম কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। সিলেট মহানগরীর রায়নগরের ৫২ নম্বর বাসায় থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্ন জনের তদবিরের চেষ্টা করছিলেন। বিষয়টি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে জানান তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী। পরে ফাহিমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।
তিনি বলেন, মামলার পর ফাহিমকে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে শুক্রবার দিবাগত রাতে তাকে রায়নগর থেকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা