প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১০
৪ জানুয়ারি দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত ‘চকবাজারে চাঁদা না দেয়ায় নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার শহিদুল ইসলাম বাবুল ও এনামুল হাসান হালিম। এক প্রতিবাদ লিপিতে তারা বলেন, এলাকায় তাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি পক্ষ সত্য আড়াল করে মিথ্যা তথ্য দিয়ে তাদের ক্ষতির চেষ্টা করছে। তারা বলেন, ইসলামবাগ আশরাফ আলী উচ্চবিদ্যালয়ের জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করেন প্লাস্টিক ব্যবসায়ী জাহাঙ্গীর। দীর্ঘদিন ভাড়া না দেয়ায় স্কুলের শিক্ষক মোতালেব ও শাহনাজ বাবুলের কাছে অভিযোগ দেন। গত ২৮ ডিসেম্বর রাতে সালিস বৈঠকে উপস্থিত হন। সেখানে তিনি স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সব অভিযোগ স্বীকার করে ভাড়ার টাকা পরিশোধ করবেন বলে ওয়াদা করেন। তার কাছে কোনো চাঁদার টাকা দাবি করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা