০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামে বিএনপি নেতাকে কুপিয়ে খুন

-

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেনকে (৪৮) মোবাইলে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই এলাকায় পাহাড়ি জায়গা দখল নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। খুনের কারণ তাই হতে পারে।
আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক। তিনি ওই এলাকার মীর মোতাহের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি কল আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুনের ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও থানায় মামলা দায়ের হয়নি। পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি।
স্থানীয়রা জানান, সলিমপুর এলাকায় পাহাড় রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ পাহাড় দখল করে ভাড়া ও চুক্তিতে দখল বিক্রি করে আসছে। এলাকাটি অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে সংঘর্ষ ও সঙ্ঘাতে প্রায় সময় ওই এলাকায় রক্ত ঝরে।

 


আরো সংবাদ



premium cement