আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:৩০
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন রাইসুর রহমান রাতুলকে
আর্থিক সহযোগিতা করেছে বিজিবি।
গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।
তিনি জানান, রাতুলের চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরা ৭ নং সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্টের দোকান দেয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানার বিজিবি সদর দফতরে আমন্ত্রণ জানানো হয়। গতকাল সকালে বিজিবি সদর দফতরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা