গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:৩০
রাজধানীর গাবতলীর দ্বীপ নগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত মুকুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনা চাপরি গ্রামের মৃত দুলাল শেখের ছেলে। গাবতলীর দ্বীপ নগর এলাকায় থাকতেন।
নিহত মুকুলের ছোট ভাই রব্বানী শেখ জানান, আমরা দুই ভাই গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্টের বহনের কাজ করি। রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলাম। তখন হুট করে ১০ থেকে ১২ জন আমাদের ওপর হামলা করে। অন্ধকারে এলোপাতাড়ি পেটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের দেশের জমি এলাকার কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হালিম, ওয়াজেদ ফকিদের সাথে ঝামেলা চলছিল। তারাই ভাড়া করা আরো ১০-১২ জন লোক মিলে আমার ভাইয়ের ওপর হামলা তাকে পিটিয়ে হত্যা করেছে। দারুসসালাম থানা পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা