বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম
- ঢাবি প্রতিনিধি
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:৩০
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে উন্নত চিকিৎসার দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেন চিকিৎসাধীনরা। এতে শাহবাগ-ফার্মগেট অভিমুখে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে একপর্যায়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থলে এলে তার আশ্বাসে রাস্তা ছেড়ে দিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন। একপর্যায়ে পরিচালকের কক্ষে তালা দিয়ে রোববার পর্যন্ত আলটিমেটাম বেঁধে দেন বিক্ষোভকারীরা।
গতকাল রাত ৯টার দিকে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরার কাছে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: রেজাউর রহমানের ওই কক্ষের চাবি হস্তান্তর করেন।
এ সময় বিক্ষোভকারী আহতরা সাংবাদিকদের বলেন, পরিচালক আমাদের সামনে থাকার পরও আমাদের সাথে কথা বলেননি। তিনি আমাদের পাগল বলেছেন। আমরা পরিচালকের কক্ষে তালা দিয়েছি। আমাদের দাবি এই হাসপাতালে উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে। পরিচালকের পদত্যাগের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়া হলে, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
বিক্ষোভে অংশগ্রহণকারী পিজি হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জুলাই আহত হওয়া রনি বলেন, গত ৫ মাস ধরে এখানে আমরা ভর্তি রয়েছি। আমাদের যে চিকিৎসা প্রয়োজন সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়াও হাসপাতালের বিভিন্ন অপকর্ম দুর্নীতির সাথে তিনি জড়িত। তিনি সবসময় আমাদের সাথে দুর্ব্যবহার করেন। সবচেয়ে বড়কথা উনি আওয়ামী লীগের দোসর। আমরা অভ্যূত্থানে রক্ত দিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছি। সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা স্বৈরাচারের দোসরদের থাকতে দেবো না। প্রয়োজন পড়লে আরো রক্ত দিতে রাজি আছি। আগামী রোববারের মধ্যে পদত্যাগ না করলে কঠিন আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তিনি।
জুলাই অভ্যুত্থানে আহত অনিক বলেন, আমরা জানতে পেরেছি পিজির বর্তমান পরিচালক রেজাউর রহমান একসময় সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগের এত বড় নেতা কিভাবে পিজির মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে। এ জন্যই কী আমরা রক্ত দিয়েছি? আমরা এর আগেও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর পিজির পরিচালকের পদত্যাগের দাবি জানিয়েছি। সরকার এ বিষয়ে আমলে নেননি। উনার যন্ত্রণায় আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
অভিযোগের বিষয়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: রেজাউর রহমান গণমাধ্যমকে বলেন, এখন নিজের বিষয়ে সাফাই তো সবাই গায়! আমার অনুরোধ থাকবে আমার বিষয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, আমার আশেপাশে যারা রয়েছে তারাই আমার বিষয়ে মন্তব্য করবে। আমি এ বিষয়ে নিজের মতামত দেবো না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা