রাবিতে পোষ্য কোটা বাতিল
- রাবি প্রতিনিধি
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদ্যমান পোষ্য কোটা মৌখিকভাবে বাতিল বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত সাড়ে ৯টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক সালেহ্ হাসান বলেন, আমি ১ শতাংশ পোষ্য কোটার পক্ষপাতি নই। প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না। এটার জন্য আমি এক বিন্দুও কালক্ষেপণ করব না।
এর আগে গতকাল সকাল ১০টায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত ৯টা পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয়। শিক্ষার্থীদের তালা দেয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়েন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী। অপর দিকে পোষ্য কোটা আগের মতো ৫ শতাংশে পুনর্বহাল করার দাবিতে আগামী ৮ জানুয়ারি থেকে কর্ম বিরতিতে যাওয়ার ডাক দেয় বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা