আ’লীগ গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল : রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতির ঘাড়ে আওয়ামী লীগ নামক একটি জগদ্দল পাথর দেড় যুগেরও বেশি চেপে বসেছিল। সেই পাথর এতো ভারী যে মানুষ নিশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না। রাজনৈতিক দল ও তার কণ্ঠের স্বাধীনতা ছিল না। মিছিল-মিটিং করতে পারত না। পুলিশ অনুমতি দেয়ার পর যুবলীগ-ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হতো। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে ও বিনা ওয়ারেন্টে রাতে বাসায় গিয়ে পরিবারের নারীদের সাথে খারাপ ব্যবহার করত। কাউকে খুঁজতে গিয়ে না পেলে পরিবারের মেয়েদের পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যেত।
গতকাল সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন স্থানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য বাংলাদেশে যে ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, দুই লাখ নারী নির্যাতিত হয়েছে, এই যে স্বাধীনতা এটাকে কলঙ্কিত করেছেন। সিলেটের কৃতী সন্তান ইলিয়াস আলী আজ নেই কেন? শেখ হাসিনার জন্য। কারণ ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, টিপাইমুখ বাঁধ অভিমুখে লংমার্চ করেছিলেন। মানুষ বলে এজন্য তাকে নিরুদ্দেশ করে দেয়া হয়েছে। কত যুবদল, ছাত্রদলের ছেলে ক্রসফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তার ইয়ত্তা নেই। এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ সাড়ে ১৫ বছর করেছেন শেখ হাসিনা।
রিজভী বলেন, এখন আমরা খবরের কাগজে দেখতে পারছি জুলাই-আগস্ট হত্যার বিচার একবছরের মধ্যে সম্পন্ন হবে। ড. ইউনূসের প্রতি আমাদের সবার শ্রদ্ধা আছে, এই সরকার তো সর্বজনীন, গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে হত্যা-নির্যাতনের বিচার হবে, ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? সাড়ে ১৫ বছর যারা ক্রসফায়ারের শিকার হয়েছেন, তাদের বিচার করবেন না? যারা ক্রসফায়ার দিয়েছেন, শীতলক্ষ্যা নদীতে ৭টি লাশ ভাসিয়ে দিয়েছেন, র্যাবের সেসব কর্মকর্তাদের বিচার হবে না? যে অপরাধ করেছেন শেখ হাসিনা, যে কসাইয়ের ভূমিকা পালন করেছেন, তার বিচার হবে না? এভাবে বিভাজন রেখা টানলে তা দুঃখজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা