যাত্রী হয়রানি বন্ধ ও প্রবাসীদের লাশ বিনা খরচে আনার দাবি
- বিশেষ সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন সাউথ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে কর্মরত প্রায় তিন লাখ বাংলাদেশী। এসব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে তারা।
সাউথ আফ্রিকাস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউদার্ন আফ্রিকা’র পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন চয়ন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে গতকাল দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনা এবং সংশ্লিষ্ট পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, ই-পাসপোর্ট সেবা চালু এবং নতুন পাসপোর্ট প্রদান ও নবায়ন ফি কমানো, দূতাবাসে সেবার মান উন্নয়ন করতে প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, দূতাবাসকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করা, বিমানের টিকিটের দাম কমানো, সাউদার্ন আফ্রিকার যেসব দেশে দূতাবাস নেই সেসব দেশে অবিলম্বে কনস্যুলেট সেবা চালু, ঢাকা বিমান বন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি, দুর্ব্যবহার বন্ধ করা এবং বাংলাদেশে সাউথ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে দ্রুত দ্বিপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা