আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চট্টগ্রামে ‘ইসকন নেতা’ চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে আদালত প্রাঙ্গণের ঘটনা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে এক মানববন্ধনে সমিতির নেতারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান।
এ দিকে আজ বৃহস্পতিবার উগ্রবাদী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে আসছেন না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বেশ কিছুদিন ধরে ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী নানা প্রচারণায় লিপ্ত।
গতকাল জেলা আইনজীবী সমিতির সমাবেশে সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, সাইফুল ইসলামের হত্যার সাথে যারা সরাসরি জড়িত ও যারা পরোক্ষভাবে এই পরিকল্পনায় জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এই ইসকনের সন্ত্রাসীরা যে নারকীয় কর্মকাণ্ড ঘটিয়েছে, দীর্ঘ ১৩১ বছরে এই আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটেনি। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আমাদের দাবি স্পষ্ট এবং একটাই। যে বা যারা আমাদের ভাইকে হত্যা করেছে সেই হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানির পর জামিন নামঞ্জুর হয়। এরপর তার সমর্থকরা প্রায় সাড়ে ৩ ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখে, পুলিশের ওপর হামলা করে। মসজিদের কাচ ভাঙচুর করে। পরে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে নির্মমভাবে খুন করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা