জান্নাত হাওলাদার চ্যাম্পিয়ন
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিসের বালিকা অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাতুল হাওলাদার। গতকাল ফাইনালে তিনি ৬-১, ৬-১ সেটে হারান প্রো টেনিস একাডেমির মাসতুরা আফরিনকে। এ ছাড়া পুরুষ মূল পর্বে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার, উত্তরা ক্লাবের জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া, জাতীয় টেনিস কমপ্লেক্সের মাহাদি হাসান আলভি এবং আমেরিকান ক্লাবের রুস্তম আলী সেমিতে উঠেছেন। মহিলা এককে বিকেএসপির হালিমা জাহান, সুবর্ণা খাতুন, সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন। অনূর্ধ্ব-১৮ বালক এককে বিকেএসপি কাব্য গয়েন ৬-০, ৭-৫ সেটে একই দলের এন এইচ তালুকদারকে, তাহমিদ জামজিদ ৬-২, ৬-৪ সেটে ইনতেসার হাসিনকে জুবায়ের ইসলাম ৬-২, ৭-৫ সেটে এবং প্রো টেনিস একাডেমির মো: আকাশ হোসেন ৬-৩, ৭-৫ সেটে বিকেএসপির পার্থ সামাদ্দারকে হারিয়ে ফাইনালে উঠেছে। বালিকা অনূর্ধ্ব-১৮ বালিকা এককে বিকেএসপির জান্নাতুল ফেরদৌস মিতু এবং হালিমা ফাইনালে উঠেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা