০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

চবির শিক্ষার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট ভিসির কাছে হস্তান্তর

-

মাদকমুক্ত দেশ গড়তে এবং তরুণসমাজ যেন মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত থাকে, সে লক্ষ্যে গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট গতকাল বুধবার নববর্ষের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করা হয়। চবি মেডিক্যাল সেন্টারে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট হস্তান্তরকালে চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আতিয়ার রহমান, চবি বিভিন্ন হলের প্রভোস্টরা, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার, শিক্ষার্থী সেচ্ছাসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে চবি ভিসি উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। একইসাথে তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি আরো বলেন, ডোপ টেস্টের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভ আসে তাহলে তাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা হবে। পরবর্তীতে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং প্রয়োজনে আসক্ত ব্যক্তির পরিবারের অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, ডোপ টেস্টের অফিসিয়াল ফলাফল আনুষ্ঠানিকভাবে ভিসির কাছে হস্তান্তর করা হচ্ছে। এ রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারব, কতজন শিক্ষার্থী মাদকাসক্ত। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সবাইকে ডোপ টেস্টের আওতায় এনে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সমতা জানান দিতে চাই। আন্তরিকতা নিয়ে দায়িত্বপালন করলে সবকিছু সম্ভব। তিনি এ কাজে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


আরো সংবাদ



premium cement
কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ রায়গঞ্জ ও সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, জানালেন আফ্রিদি ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ফ্লাইট খালেদা জিয়ার রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত : হামিদুর রহমান আযাদ বাউফলে কলেজশিক্ষকের বসতঘর থেকে স্বর্ণালঙ্কার লুট টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

সকল