রমনা আইডিয়াল মাদরাসায় পাঠদানের উদ্বোধন
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
রাজধানীর প্রাণকেন্দ্রে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রমনা আইডিয়াল দাখিল মাদরাসার পাঠদানের উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হাতিরঝিলের মিরবাগ জামে মসজিদের খতিব ও ইমাম শায়খুল হাদিস আসাদ আল হুসাইনী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমনা আইডিয়াল দাখিল মাদরাসার প্রিন্সিপাল আবদুল হাকিম।
বছরের প্রথম দিনে উদ্বোধনী পাঠদান অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দের সাথে অংশগ্রহণ করে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা শোনেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পড়াশোনায় মনোযোগ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। নিয়মিত ক্লাসে উপস্থিতি ও নিয়মানুবর্তিতার সাথে অধ্যয়ন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা