ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ট্রাস্কফোর্সের অভিযান
- ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪৮
ইজারাবিহীন বালু মহালে ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে গতকাল ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়েছে ট্রাস্কফোর্স । এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত ২৬টি মেশিন জব্দ করা হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চলছিল।
জানা গেছে, ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরবর্তী এলাকাবাসীর বাড়িঘর ও ফসলি জমি রক্ষার জন্য জেলা প্রশাসন ফেনী নদীতে ছাগলনাইয়া উপজেলাধীন ছোট-বড় কোনো বালু মহাল ইজারা দেয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিচ্ছিন্নভাবে ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করছিল একটি মহল। ছাগলনাইয়া ও মিরসরাই উপজেলার সঙ্ঘবদ্ধ কয়েকটি বালু সিন্ডিকেট ফেনী নদীর দুই পারে কয়েক শ’ মেশিন বসিয়ে নদী থেকে অবৈধবাবে বালু উত্তোলন করে। কয়েক দফায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে প্রশাসন থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। ফেনী জেলা প্রশাসনের নির্দেশনায় গতকাল সকাল ৮টা থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর উপস্থিতিতে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা