রাজশাহীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত
- রাজশাহী ব্যুরো
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১১
২০২৪-এর গণঅভ্যুত্থান ও বিপ্লবের গণমুখী লক্ষ্য ও উদ্দেশ্যকে সফলভাবে বাস্তবায়নে রাজশাহীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা বাস্তবায়ন পরিষদ’-নামে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। গণঅভ্যুত্থানের লক্ষ্য থেকে বিচ্যুতি ও লক্ষভ্রষ্টতা থেকে বাঁচতে প্রয়োজনীয় সর্তকতামূলক পদক্ষেপ নিতে সংগঠনটি কাজ করবে। এ লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় এক আলোচনার আয়োজন করা হয়।
হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সভায় রাজশাহীর বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা বাস্তবায়ন পরিষদ’ এর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাহবুব সিদ্দিকী। যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিশিষ্ট কথাশিল্পী ডা: নাজিব ওয়াদুদ, গবেষক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। সদস্যসচিব হয়েছেন দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব।
নির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমে- ড্যাব রাজশাহীর সভাপতি ডা: ওয়াসিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম জোহা, রাজশাহী রিডা সভাপতি তৌফিকুর রহমান লাভলু, রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রাজু, দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও গবেষক সরদার আব্দুর রহমান, দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক কবি মোস্তাক রহমান, রাবি চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম শান্তি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ডা: মো: আফজালুর রহমান সিদ্দীকি মুকুল, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মুস্তাফিজুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহীর আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী চেম্বারের পরিচালক সুলতান মাহমুদ সুমন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাবি হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিল আরা হোসেন, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী, রাবি প্রাণ রসায়ন বিভাগের প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা, কথাশিল্পী মঈন শেখ, পুলিশ লাইনস হাসপাতালের ডা: রানা মাহফুল হক, রাবি উর্দু বিভাগের প্রফেসর ড. সামিউল ইসলাম, রুয়েটের প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী ও কথাশিল্পী মনির বেলাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা