ট্রেইনি চিকিৎসকদের ভাতা বেড়েছে
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১০
স্নাতকোত্তর ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করেছে সরকার। ২০২৫ সালের জুলাই মাস থেকে নতুন ভাতা কার্যকর হবে। অন্যদিকে গত ২৩ ডিসেম্বর থেকে তাদের ভাতা হবে ৩০ হাজার টাকা এ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকাল সোমবার। প্রজ্ঞাপন পেয়ে স্নাতকোত্তর ট্রেইনি (রেসিডেন্ট/ নন-রেসিডেন্ট) চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে ট্রেইনিং চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করার প্রজ্ঞাপন জারি করায় স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ। বাংলাদেশে চিকিৎসকদের মধ্যে এই দু’টি পেশাজীবী সংগঠন সবচেয়ে বড়। এর বাইরে স্বাগত জানিয়েছে আন্দোলনরত ইউনাইটেড মেডিক্যাল অর্গানাইজেশন অব বাংলাদেশ।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গত ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর আন্দোলনটি যৌক্তিক ছিল। তাদের আন্দোলন অহিংস ও রাষ্ট্রবিরোধী না হওয়ায় তাদের দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করি।
চিকিৎসকদের বড় তিনটি সংগঠন ভাতা বৃদ্ধির সরকারি ঘোষণায় একমত হয়েছে। আমরা বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কাজে ফেরার আহবান জানাই। তবে ডাক্তারদের আরেকটি সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ৫০ হাজার টাকা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। গতকাল সোমবার এই সংগঠনের সভাপতি ডা: জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা: মো: নুরুন্নবী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিবৃতিতে তারা ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন।
বিএসএমএমইউ ও এর অধিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয় গত মঙ্গলবার। এই প্রজ্ঞাপন গত ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা কার্যকর হবে। ভাতা বাড়ানোর দাবিতে গত ২২ ডিসেম্বর ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দাবি মানা না হলে গত রোববার আবারো শাহবাগ অবরোধ করেন তারা। তারা মাসিক ভাতা বা পারিতোষিক ৫০ হাজার টাকা করার দাবি করেছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা