০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফানুস বন্ধে রিট

-

থার্টিফার্স্ট নাইটে রাজধানীর বাসা-বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফুটানো বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।
এ বিষয়ে আইনজীবী আশরাফুজ্জামান জানান, বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি জন্য উপস্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার এই রিট আবেদনের ওপর শুনানি হবে।
রিটে জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান বলেন, এই রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টিফার্স্ট নাইট উপলক্ষে তীব্র শব্দে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি ওই দিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement