০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

১৪ দিন পর পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

-

টানা ১৪ দিন পুরোপুরি বন্ধ থাকার পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে যায়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা।
গত ১৬ ডিসেম্বর নবনির্মিত এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার লক্ষ্যে আমতলীর সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সংযোগ স্থাপন করতে পিডিবির নির্দেশে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছিল।
কিন্তু এর আগেই গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। পরে নির্দেশনা পেয়ে প্রথম ইউনিট বন্ধ করলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

 


আরো সংবাদ



premium cement