শোক সংবাদ : মোস্তাফিজার রহমান
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:০৩
বগুড়ার সোনাতলা পৌর জামায়াতের তারবিয়াত ও তালিমুল বিভাগের সেক্রেটারি হাফেজ মানোয়ার হোসেনের বাবা মোস্তাফিজার রহমান মোস্তা (৭০) গত রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার নামাজে জানাজা শেষে ফাজিলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন, জেলা কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিম, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট জাহিদুল হক, প্রভাতের আলো তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা তাকবীর খান, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান প্রমুখ।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের কনিষ্ঠ পুত্র ও পৌর জামায়াতের তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা মানোয়ার হোসেন। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা