মাহেদীর ঘূর্ণিতে জিতল রংপুর
- ক্রীড়া ডেস্ক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:০২
‘বিশ্বকাপের’ আদলে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে গত রাতে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। ভালো শুরুতে জয়ের দিকেই ছুটছিল ঢাকা। দুই ওপেনার তানজিদ হাসান ( ৩০, ২১ বলে) ও লিটন দাস (৩১ , ২৭ বলে) দারুণ শুরু এনে দেন দলকে। এর পরই শেখ মাহেদীর অফ স্পিন নামের ঘূর্ণি বিষ। এতে বিনা উইকেটে ৬৫ রান থেকে ১০ রান যোগ করতেই ৪ উইকেট হারায় তারা। এর পর ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। ততক্ষণে রংপুরের কাছে ৪০ রানে হার নিশ্চিত তাদের। ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন মাহেদী। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯১ রান করে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে সর্র্বোচ্চ ৪৯ ( ৩৮ বলে) করেন ইফতেখার আহমেদ। এ ছাড়া খুশদীল শাহ ৪৬ ( ২৩ বলে ), সাইফ হাসান ৪০ ( ৩৩ বলে ) ও সোহান ২৫ ( ১১ বলে) রান করেন। এনসিএল টি-২০ সর্বোচ্চ উইকেট শিকারি ঢাকা ক্যাপিটালের আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা